আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠক শুরু
আওয়ামী লীগ সংসদীয় দলের বৈঠকে গতকাল দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলােচনা করা হয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বঙ্গবন্ধু খাদ্য, অর্থনীতি, আইন-শৃংখলা পরিস্থিতি ও অন্যান্য বিভিন্ন বিষয়ের ওপর আলােকপাত করে বক্তৃতা করেন। বঙ্গবন্ধু ছাড়াও আরাে মােট ১৪ জন বক্তা গতকালের আলােচনায় অংশ নেন। আলােচনা অসমাপ্ত রেখেই সংসদীয় দলের বৈঠক আজ রােববার সকাল সাড়ে নয়টা পর্যন্ত মূলতবী রাখা হয়েছে। গতকাল বিকেল চারটেয় গণভবনে এই বৈঠক শুরু হয়। আধ ঘণ্টা বিরতি সহ রাত আটা পর্যন্ত বৈঠক চলে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগ সংসদীয় দলের চীফ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলাপ-আলােচনা হয়েছে। বঙ্গবন্ধু তার প্রায় ৪৫ মিনিট স্থায়ী বক্তৃতায় দেশের খাদ্য অর্থনীতি, আইন-শৃংখলা প্রভৃতি বিষয়ের ওপর আলােকপাত করেন। সদস্যরা তাদের বক্তৃতায় বর্তমান সমস্যা কাটিয়ে ওঠার পথ সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেছেন। তবে কোন ব্যাপারেই কোন চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। আলােচনা অব্যাহত রয়েছে। সমস্যা কাটিয়ে ওঠার জন্যে প্রশাসনিক পরিবর্তনের সুস্পষ্ট বিষয় নিয়ে কোন আলােচনা হয়েছে কিনা জানতে চাওয়া হলে চীফ হুইপ এর সরাসরি কোন জবাব না দিয়ে বলেন, সদস্যরা সবাই সমস্যা সমাধানের বিভিন্ন মত ও পথ ব্যক্ত করেছেন। সংসদীয় দলের এই বৈঠকে সংসদ সদস্যরা ছাড়াও বিশেষ আমন্ত্রণক্রমে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু ছাড়া অন্য যারা আলােচনায় অংশ নেন। তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের জনাব কুদুস, খুলনার জনাব সালাহউদ্দিন ইউসুফ, ঢাকার জনাব কোরবান আলী, টাঙ্গাইলের জনাব শামসুর রহমান, সিলেটের জেনারেল মােহাম্মদ আতাউল গণী ওসমানী, নােয়াখালীর জনাব নূরুল হক, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির সদস্য যশােরের জনাব মােহাম্মদ কামরুজ্জামান, চট্টগ্রামের জনাব এম এ মান্নান, টাঙ্গাইলের জনাব হাতেম আলী তালুকদার প্রমুখ। গতকালের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড: কামাল হােসেন ছাড়া মন্ত্রিসভার অন্যান্য সকল সদস্যই উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। সংসদীয় দলের সদস্যরাও প্রায় সকলেই উপস্থিত ছিলেন বলে চীফ হুইপ জানান। শুধু অসুস্থতার কারণে কয়েকজন সদস্য আসতে পারেননি।
শােক প্রস্তাব
বৈঠকের শুরুতেই আততায়ীর গুলিতে নিহত সংসদ সদস্য কুষ্টিয়ার জনাব গােলাম কিবরিয়া, খােকসার আওয়ামী লীগ নেতা ডা: শামসুজ্জামান ও জনাব মােহাম্মদ আলী, ফরিদপুরের সাবেক এমসিএ জনাব আমিনউদ্দিন ও সম্প্রতি পরলােকগত চাঁদপুরের সাবেক এমসিএ জনাব ওয়ালিউল্লাহ নওজোয়ানের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করা হয় ও প্রস্তাব গ্রহণ করা হয়।
সূত্র: দৈনিক বাংলা, ১৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত