You dont have javascript enabled! Please enable it!

ঢাকা-রাবাত অর্থনৈতিক সহযােগিতা জোরদার হবে: ইশতেহার

বাংলাদেশ ও মরক্কো তাদের মধ্যেকার সম্পর্ক জোরদার করতে এবং অর্থনৈতিক সহযােগিতা বাড়িয়ে তুলতে সম্মত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড: কামাল হােসেনের মরক্কো সফর শেষে প্রকাশিত এক যুক্ত ইশতেহারে একথা বলা হয়। | ইশতেহারে বলা হয় ড: কামাল হােসেন বাদশা হাসানের জন্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের একটি বার্তা প্রধানমন্ত্রী আহমদ ওসমানের হাতে অর্পণ করেন। দুই দেশ ইসরাইলেন আগ্রাসী ও সম্প্রসারণবাদী নীতির নিন্দে করে। উপমহাদেশে সম্পর্ক স্বাভাবিকীকরণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয় নিয়ে আলােচনা করে এবং স্পেনের নিয়ন্ত্রণ থেকে সাহারা ভূখন্ডকে মুক্ত করার বিষয়টি পরীক্ষা করে দেখে। ইশতেহারে বলা হয়, মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আমন্ত্রণ গ্রহণ করেছেন।

সূত্র: দৈনিক বাংলা, ২০ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!