You dont have javascript enabled! Please enable it! 1971.04.11 | বাঙলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতির জোড়াবাগান শাখা গঠন। | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতির জোড়াবাগান শাখা গঠন
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১০ এপ্রিল বাঙলাদেশের মুক্তিযােদ্ধাদের সমর্থনের জন্য গতকাল জোড়াবাগানে বাঙলাদেশ মুক্তিসংগ্রাম সহায়ক সমিতির ‘জোড়াবাগান শাখা গঠিত হয়েছে। উক্ত শাখায় রাজ্য সরকারের সহিত সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দল, স্থানীয় ট্রেড ইউনিয়ন, যুব কংগ্রেস, যুবসংঘ প্রভৃতি গণপ্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা যুক্ত আছেন।
স্বাধীন বাঙলাদেশকে স্বীকৃতিদানের দাবি ও মুক্তিযােদ্ধাদের সর্বতােভাবে সাহায্যের জন্য প্রস্তাব গৃহীত হয়।
সভার বাঙলা সংগ্রেস নেতা এ্যাডভােকেট তারা চাঁদ শ্রফকে সভাপতি, কংগ্রেস, সি-পি-আই ও ফরােয়ার্ড ব্লকের সর্বশ্রী মলয় দাস শান্তি মুখার্জী, রামপ্রসাদ দত্তকে যুগ্মসম্পাদক এবং জয়ন্তী প্রসাদ গােভিলকে কোষাধ্যক্ষ করে ৮০ জনকে নিয়ে একটি কাউন্সিল গঠিত হয়।
সভায় বাঙলাদেশের মুক্তিযােদ্ধাদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে এবং স্থানীয়ভাবে জোড়াবাগানে সন্ত্রাসের রাজনীতি ও পুলিশের গুলিতে যাদের মৃত্যু হয়েছে তাদের স্মরণে শ্রদ্ধা জানানা হয়। বর্তমানে এলাকার জনসাধারণের উপর মাত্রাধিকার পুলিশ এ্যাকশনে সভা থেকে উদ্বেগ প্রকাশও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সভায় রক্ত দাতাদের নাম তালিকাভুক্ত ও অর্থ সংগৃহীত হয়। সভাপতিত্ব করেন ২৪ নং ওয়ার্ডের পৌরপিতা ডাঃ অশােক ব্যানার্জী।

সূত্র: কালান্তর, ১১.৪.১৯৭১