বেশির ভাগ পণ্যের উৎপাদন বেড়েছে
শুক্রবার উচ্চ পর্যায়ের বৈঠকে ৬ মাসের উৎপাদন পরিস্থিতির পর্যালােচনায় প্রকাশ পায় যে, চলতি অর্থবছরের প্রথম ছ’মাসে প্রধান প্রধান বেশির ভাগ পণ্যের উৎপাদন আগের বছরের তুলনায় বেড়েছে। সুতার উৎপাদন বেড়েছে শতকরা ৫ ভাগ, কাপড় ৯ ভাগ, চিনি ৩৬ ভাগ, ইস্পাত পিন্ড ২৫ ভাগ, রিরােল্ড প্রডাক্ট ৩০ ভাগ, কস্টিক সােডা ৩৬ ভাগ, সাইকেল ৩৮ ভাগ, ডিজেল ইঞ্জিন ৪শ ২৭ ভাগ, সেন্ট্রিফিউগাল পাম্প ৩শ ৪৪ ভাগ, ইলেকট্রিক কেবল ২৮ ভাগ, টিউব লাইট ৭৫ ভাগ, নিউজপ্রিন্ট ১৫ ভাগ, সিগারেট ৫৬ ভাগ, প্রক্রিয়াজাত টিম্বার ১শ ১০ ভাগ, কাচা রবার ৩০ ভাগ এবং ভেজা চামড়ার উৎপাদন বেড়েছে ১শ ৬৯ ভাগ।
সূত্র: দৈনিক বাংলা, ১৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত