You dont have javascript enabled! Please enable it!

মৈত্রী বন্ধন

অস্ট্রেলিয়া-বাংলাদেশের মৈত্রী বন্ধন সুদৃঢ় হয়েছে। সরকার পর্যায়ে ক্রমবর্ধমান যােগাযােগ ও বিনিময় সফর সহযােগিতার ক্ষেত্র নির্ধারণে ও দুদেশের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক উন্নয়নে বহুলাংশে সাহায্য করেছে। এ প্রসঙ্গে ১৯৭২ সালের মে মাসে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মি: নাইজেল বােয়েন কিউসি, এমপির বাংলাদেশ সফর বিশেষভাবে উল্লেখযােগ্য। এর পর ১৯৭৪ সালের জানুয়ারি ও অক্টোবরে যথাক্রমে ৭ সদস্যের অস্ট্রেলীয় সংসদীয় প্রতিনিধি দল ও পাট প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেন। পক্ষান্তরে, ১৯৭৩ সালের জুনে বাংলাদেশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত এবং ঐ সালের ডিসেম্বরে বাংলাদেশের খাদ্য ও অসামরিক সরবরাহ মন্ত্রী ক্যানবেরা সফর করেন।

সূত্র: দৈনিক বাংলা, ১৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!