স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব এম মনসুর আলী দেশের পুলিশ বাহিনীর প্রতি সকল স্বার্থপরতার উর্ধ্বে থেকে দেশ গঠন ও জনসেবায় আত্মনিয়ােগের আহ্বান জানিয়েছেন।
দেশব্যপী পুলিশ সপ্তাহ পালন গতকাল দ্বিতীয় দিবসে রাজারবাগ পুলিশ লাইনে পুলিশের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের পুলিশ বাহিনী জনগণের বন্ধু এবং তারা স্বাধীন দেশের একটি সুশৃংখল বাহিনী।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের পুলিশ বাহিনীকে জনমনে নিজেদের ইমেজ গড়ে তােলার আহ্বান জানান। তিনি বলেন পৃথিবীর আত্মমর্যাদাসম্পন্ন দেশগুলিতে পুলিশকে সৎ ও নিঃস্বার্থ সেবক হিসেবে শ্রদ্ধার সাথে দেখা হয়। দেশের আইন প্রয়ােগকারী একটি সংস্থা হিসেবে পুলিশের দায়িত্ব অনেক। জীবনের সর্বক্ষেত্রে শান্তি অটুট রাখার জন্যে, আইন ও শৃংখলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনীর প্রতি তিনি আহ্বান জানান।
সূত্র: দৈনিক বাংলা, ১৭ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত