You dont have javascript enabled! Please enable it!

যশাের সেক্টরে চোরাচালান কাৰ্যত বন্ধ

যশাের সেক্টরে বিডিআর বাহিনীর তৎপরতায় যশাের, কুষ্টিয়া ও খুলনা জেলার ৩৭৫ মাইল সীমান্তে চোরাচালান কার্যকরভাবে রােধ হয়েছে। আটক চোরাই মালের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিডিআর কর্তৃপক্ষীয় মহল গত তিন বছরে তাদের অর্জিত সাফল্য সম্পর্কে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন। এই মহল বলেন, ১৯৭৪ সালে বিডিআর ৬৫ লাখ ৭ হাজার ১৮৯ ঢাকার চোরাই মাল আটক করে। এর মধ্যে বাইরে থেকে চোরাচালানকৃত মালের পরিমাণ হচ্ছে ৫৩ লাখ ১৫ হাজার ১৯ টাকার এবং বাইরে পাচারের মত পণ্যের পরিমাণ হচ্ছে ১১ লাখ ৯২ হাজার ১৬৯ টাকার। ১৯৭৩ সালে ৩৩ লাখ ৬৬ হাজার ৩২৪ টাকার মাল আটক করা হয়। এর মধ্যে বিড়িপাতাই হচ্ছে প্রধান পণ্য। ১৯৭২ সালে আটক চোরাচালানের পরিমাণ ২৭ লাখ ৯০ হাজার ৩৭১ টাকার। এই মহল জানান, অধিকাংশ ক্ষেত্রে মাথায় বহন করে চোরাচালানের সময় এবং কখনাে কখনাে নদী প্রধান এলাকায় নৌকাযােগে চোরাচালানের সময় এসব পণ্য পাচার করা হয়।

সূত্র: দৈনিক বাংলা, ১৭ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!