You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশে মার্কিন পুঁজি বিনিয়ােগ সম্পর্কে চুক্তি

বাংলাদেশে আমেরিকান ব্যবসায়ীদের মূলধন বিনিয়ােগের অন্যতম পরিবেশ সৃষ্টির জন্যে গতকাল এখানে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমেরিকান ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সরকারের ওভারসীজ প্রাইভেট ইনভেস্টমেন্ট কপোরেশনের মাধ্যমে বাংলাদেশে পুঁজি বিনিয়ােগ করবেন এবং যুক্তরাষ্ট্র সরকারের ওভারসীজ প্রাইভেট ইনভেস্টমেন্ট কর্পোরেশন যাবতীয় ঝুঁকির বিরুদ্ধে আমেরিকান বেসরকারী পুঁজি বিনিয়ােগের নিশ্চয়তা বিধান করবে ও বিভিন্ন সুযােগ সুবিধে দেবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন শিল্প দফতরের সচিব জনাব এ বি এম গােলাম মােস্তফা এবং যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে স্বাক্ষর করেন মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান ও যুক্তরাষ্ট্রের সরকারের ওভারসীজ প্রাইভেট ইনভেস্টমেন্ট কর্পোরেশনের ডিরেক্টর বাের্ডের চেয়ারম্যান মি: ড্যানিয়েল এস পার্কার। এনার এ খবরে বলা হয়, গত জুলাই মাসে বাংলাদেশ সরকার যে নয়া পুঁজি বিনিয়ােগ নীতি ঘােষণা করেছেন তারই আলােকে এবং দেশের প্রথম পাঁচসালা পরিকল্পনার কাঠামাের এ চুক্তি বিদেশী পুঁজি বিনিয়ােগের ক্ষেত্রে সহায়ক হবে। যুক্তরাষ্ট্র সরকারের ওভারসীজ প্রাইভেট ইনভেস্টমেন্ট কর্পোরেশন বিশ্বের ৮০ টির ও বেশি উন্নয়নশীল দেশের সঙ্গে এ ধরনের চুক্তি সম্পাদন করেছে। এই সংস্থা মূলধন বিনিয়ােগের সুযােগ সুবিধে নির্ণয় মূল্যায়ন ও উন্নয়নের ব্যাপারেও আমেরিকান কোম্পানীগুলিকে সাহায্য করে থাকে। এছাড়াও এই সংস্থা স্থানীয় পরিকল্পনাধীন প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আমেরিকান বেসরকারী ও দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়ােগের ব্যবস্থা করে থাকে। বিভিন্ন উন্নয়নশীল দেশের স্থানীয় প্রতিষ্ঠানগুলি এই সংস্থার কাছ থেকে কারিগরি, পেশাগত বা ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান লাভ করে। ব্যবসায়ী স্বেচ্ছাসেবীদের বেসরকারী মুনাফাবিহীন সংস্থা ইন্টারন্যাশনাল এগজিকিউটিভ সার্ভিস কোরের মাধ্যমে এই সংস্থা এসব দানের ব্যবস্থা করে থাকে। এনার এ খবরে বলা হয়, মার্কিন এআইডি প্রধান মি: ড্যানিয়েল এস পার্কার পাঁচ দিনের সফরে বর্তমানে ঢাকায় রয়েছেন। বাংলাদেশে আমেরিকান ব্যবসায়ীদের পুঁজি বিনিয়ােগের ব্যাপারে তিনি বাংলাদেশে নেতৃবর্গ ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে ব্যাপকভাবে আলােচনা করেছেন।

সূত্র: দৈনিক বাংলা, ১৮ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!