বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচী
বাসসর খবরে বলা হয় সফররত মার্কিন এআইডি প্রধান মি: ড্যানিয়েল এস পার্কার গতকাল এখানে বলেন, বাংলাদেশে উন্নয়নের জন্যে বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে যুক্তরাষ্ট্রের সরকার মনে করেন। মি: পার্কার গতকাল সকালে বন্যা নিয়ন্ত্রণ ও জলসম্পদ দফতরের মন্ত্রী মি: আবদুর রব সেরনিয়াবতের সঙ্গে আলােচনা শেষে সাংবাদিকদের বলেন, এখানে ভূমি, শস্য ও মানুষের জীবন রক্ষা জরুরী সাহায্যের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ কর্মসূচীতে কি পরিমাণ মার্কিন সহযােগিতা পাওয়া যেতে পারে সে সম্পর্কে প্রশ্ন করা হলে মি: পার্কার সরকারী পর্যায়ে এ সম্পর্কে দু’দেশের মধ্যে আলােচনা চলবে। এই প্রকল্পে বিশ্ব ব্যাংকের অংশ গ্রহণের ওপর তিনি গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী জনাব সেরনিয়াবাতের সঙ্গে তিনি উপকূলীয় বাঁধ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলােচনা করেছেন।
সূত্র: দৈনিক বাংলা, ১৮ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত