You dont have javascript enabled! Please enable it! 1975.01.18 | স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলােচনা | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলােচনা

মার্কিন এআইডি প্রধান মি: ড্যানিয়েল এস পার্কার গতকাল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব আবদুল মান্নানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের সমন্বিত স্বাস্থ্য কর্মসূচী ও জনসংখ্যা পরিকল্পনা কর্মসূচী নিয়ে আলােচনা করেন। মি: পার্কার বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযােগ্য অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। স্বাস্থ্য মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যেসব কর্মসূচী হাতে নিয়েছেন তাতে যুক্তরাষ্ট্রের সহযােগিতা অব্যাহত থাকবে বলে মি: পার্কার আশ্বাস দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মসূচী গুলিতে মার্কিন সাহায্যের পূর্ণ সদ্ব্যবহারকরা হবে বলে তিনি মি: পাকারের কাছে বাংলাদেশ সরকারের সংকল্পের কথা উল্লেখ করেছেন। গতকাল চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের কাছে মি: পার্কার বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্যে এদেশে যেসব প্রচেষ্টা নেওয়া হয়েছে তাতে তিনি বেশ সন্তুষ্ট। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির প্রকল্পগুলিতে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সকল সহযােগিতা দেবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মি: পার্কার বলেন, মার্কিন বেসরকারী বিনিয়ােগের কতকগুলি ক্ষেত্র তিনি এখানে লক্ষ্য করেছেন। তিনি বলেন, এদেশে কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস এবং কয়েকটি মৌলিক শিল্পের ক্ষেত্রে মার্কিন পুঁজি বিনিয়ােগ সম্ভব। মার্কিন এআইডি প্রধান মি: পার্কার বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে এই চুক্তির ফলে দু-দেশের মধ্যে বন্ধুত্ব, সহযােগিতা ও সমঝােতার সম্পর্ক আরও জোরদার হবে। বাংলাদেশ সফর শেষে মি: পার্কার আজ ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও জর্ডান সফরে রওয়ানা হবেন।

সূত্র: দৈনিক বাংলা, ১৮ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত