লেভী নির্ভুল না হলে সংশ্লিষ্ট কর্মচারী দায়ী হবে: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী জনাব আবদুল মােমেন ক্ষতি সংগ্রহ অভিযান সফল করার উদ্দেশ্যে চাষী পরিবার কি পরিমাণ খাদ্যশস্য রয়েছে তার নির্ভুল এসেসমেন্ট তৈরি ও সংগ্রহ অভিযান থেকে কাউকে রেহাই না দেয়ার জন্য সরকারী কর্মচারীদের নির্দেশ দেন।
আজ এখানে এক জনসভায় ভাষণদান কালে মন্ত্রী হুশিয়ারী উচ্চারণ করেন যে ৩১ জানুয়ারির পর এসেসমেন্ট লিস্টে কোন অনিয়ম দেখা গেলে তা গুরুতর ব্যাপার বলে গণ্য করা হবে এবং লিস্টে কেউ বাদ পড়লে তার জন্য সংশ্লিষ্ট সরকারী কর্মচারী দায়ী হবে।
তিনি কৃষকদের প্রতি ৩১ জানুয়ারির মধ্যে পরিবহণ খরচ গ্রহণের জন্য লেভী জমা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কেউ তার উপর ধার্যকৃত লেভী জমা দিতে ব্যর্থ হলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি অবশ্য আশ্বাস দেন যে এ জন্য গরীব কৃষকদের অহেতুক হয়রানী ও ক্ষতিগ্রস্ত হতে হবে না।
খাদ্যমন্ত্রী বলেন, সরকার স্থানীয়ভাবে ও বিদেশ থেকে খাদ্য সংগ্রহের জন্য সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, খাদ্য দুষ্প্রাপ্য হয়ে উঠায় এবং তা সংগ্রহের সম্ভাবনা ক্ষীণ বলে আমাদের সামনে নিজস্ব খাদ্য সংগ্রহ করা ছাড়া আর কোন উপায় নেই।
তিনি খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের প্রতি সরকারের সরবরাহ করা কৃষি সরঞ্জামের সর্বাধিক ব্যবহারের আহ্বান জানান।
সূত্র: দৈনিক বাংলা, ১৫ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত