নতুন সমাজ গড়ে তুলতে সংকল্পবদ্ধ
বঙ্গবন্ধু দেশের সাধারণ মানুষের সুখ ও শান্তি নিশ্চিত করার জন্যে এক নতুন সমাজ গড়ে তুলতে সরকারের দৃঢ় সংকল্পের কথা ঘােষণা করেন এবং সমাজ থেকে দুর্নীতি ও অন্যান্য সকল সামাজিক অনাচার দূর করার আহ্বান জানান। পুলিশ বাহিনীকে তিনি অঙ্গীকার নিতে বলেন, দুর্নীতির উর্ধ্বে থাকার জন্যে। দুর্নীতিবাজদের খতম করার জন্যে, দেশের মাটি আর মাটির মানুষকে ভালােবাসার জন্যে। তিনি যারা দুর্নীতিবাজ, যারা যারা ঘুষখাের, যারা রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে, থানা আক্রমণ করে, অস্ত্র নিয়ে মােকাবিলা করতে চায় তিনি তাদের উৎখাত করার জন্যে আহ্বান জানান।
সূত্র: দৈনিক বাংলা, ১৬ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত