You dont have javascript enabled! Please enable it! 1975.01.13 | গুলি বিনিময়ের পর ফরিদপুরে ১৫ জন দুবৃত্ত গ্রেফতার | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

গুলি বিনিময়ের পর ফরিদপুরে ১৫ জন দুবৃত্ত গ্রেফতার

ফরিদপুর থানার পুলিশ জেলার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান চালিয়ে সম্প্রতি বহু অস্ত্র ও গােলাবারুদ উদ্ধার করেছে এবং ১৪ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে কয়েকজন দাগী ডাকাতও আছে। কয়েকদিন আগে পাংশা থানার পুলিশ একটি গােপন আড্ডায় হানা দিয়ে ১২ জন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে। পুলিশের সাড়া পেয়ে দুবৃত্তরা গুলি চালায়-পুলিশ প্রতি উত্তর দেয়। উভয়পক্ষের মধ্যে প্রায় ১ ঘণ্টা গুলি বিনিময় চলে। অবশেষে দুবৃত্তরা আত্মসমর্পণ করে। এদিকে কোটালীপাড়া থানার পুলিশ সম্প্রতি মানিক নামে এক ব্যক্তি ও অপর একজন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে। এদের কাছ থেকে ১ টি এসএলআর, ২ টি বেয়নেট ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া, কয়েকদিন আগে নড়িয়া থানার পুলিশও ৩ জন চরমপন্থীকে গ্রেফতার করেছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রশিক্ষণ কোর্স
সংবাদদাতা প্রেরিত অপর এক খবরে প্রকাশ, গত ২১ শে ডিসেম্বর থেকে ফরিদপুর জেলা বাের্ড মিলনায়তনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পরিবার পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন।

সূত্র: দৈনিক বাংলা, ১৩ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত