You dont have javascript enabled! Please enable it!

পাট প্রতিমন্ত্রীর হুশিয়ারী
লােকসান চলতে থাকলে কর্মচারীরা দায়ী হবেন

পাট কর্মচারীরা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় ও লােকসান অব্যাহত থাকে, তাহলে এর জন্য তাদের একদিন অবশ্যই মূল্য দিতে হবে। পাট প্রতিমন্ত্রী জনাব মােসলেহ উদ্দিন খান শনিবার পাট কর্মচারীদের প্রতি এ কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন। শনিবার সকালে ঢাকায় জুট ট্রেডিং কপোরেশনের ফিল্ড অফিসারদের এক সম্মেলনে তিনি বলেন আপনারা যেন ভাববেন না যে রাষ্ট্রায়ত্ত শিল্পের লােকসান আপনাদের লােকসান নয়। আপনারা আপনাদের দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য আপনাদের একদিন অবশ্যই মূল্য দিতে হবে। এনার খবরে প্রকাশ বিভিন্ন জুট কপোরেশনের কর্মতৎপরতার পর্যালােচনা করে প্রতিমন্ত্রী মন্তব্য করেন যে চলতি আর্থিক বছরের শেষ নাগাদ বিভিন্ন কর্পোরেশন বিরাট লােকসানের সম্মুখীন হতে যাচ্ছে। পাট প্রতিমন্ত্রী জনাব খান লােকসান মােকাবেলায় সকল পর্যায়ে উৎপাদন ব্যয় ও অপচয় হাস, দক্ষতা বৃদ্ধি, দুর্নীতি ও তহবিল তসরূপ নির্মূল করতে ও কঠোর নিয়ম-শৃংখলা বজায় রাখতে বলেন। প্রতিমন্ত্রী পদস্থ কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, অযােগ্য ও দুর্নীতি পরায়ন কর্মচারীদের বরখাস্ত করলেই হবে না। এ ধরনের অপরাধীদের অবশ্যই আইনে সােপর্দ ও শাস্তি ভােগ করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন কতিপয় জুট কর্পোরেশন অভ্যন্তরীণ বাজারে পাট ক্রয়ের ক্ষেত্রে নিজেদের স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছে।

সূত্র: দৈনিক বাংলা, ১২ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!