মন্ত্রিসভার বৈঠকে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের জন্যে বাড়ি ভাড়া বিষয়ক কমিটির সুপারিশ মন্ত্রীসভায় পেশ করা হয়েছে। মন্ত্রীসভার আগামী কোন এক বৈঠকে সুপারিশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ভূমি প্রশাসন ও ভূমি রাজস্ব দফতরের মন্ত্রী শ্রী ফণি ভূষণ মজুমদার শনিবার এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানান। মন্ত্রীসভার আগামী বৈঠকেই সিদ্ধান্ত দেওয়া হবে কিনা জানতে চাইলে শ্রী মজুমদার জবাবে স্পষ্ট কিছু জানাননি। তবে বলেন, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ যে কত প্রয়ােজন তা আমরা জানি। নিয়ন্ত্রণ যে আশু প্রয়ােজন এ ব্যাপারে আমরা সচেতন রয়েছি। তিনি বলেন, নয়া কোন নিয়ন্ত্ৰণাদেশ দেওয়া হলে তাতে বাড়িওয়ালা এবং ভাড়াটে উভয় যথার্থ স্বার্থ সংরক্ষিত হবে। বাড়ি ভাড়া বিষয়ক কমিটি ভাড়া নিয়ন্ত্রণের ব্যাপারে কি ধরনের সুপারিশ করেছেন কর্তপক্ষীয় সূত্রে তা জানা যায়নি। তবে শােনা যাচ্ছে, ১৯৭৩ সালের জুন মাসের ভাড়ায় বর্তমান বাড়ি ভাড়া নির্দিষ্ট করার সুপারিশ করা হয়েছে। এছাড়া সুপারিশে বাড়ি ভাড়া সংক্রান্ত বিভিন্ন প্রয়ােজনীয় ব্যাখ্যা রাখা হয়েছে। গত নভেম্বর মাসের শেষ সপ্তাহে সরকার নিয়ােজিত বাড়ি ভাড়া বিষয়ক কমিটি তাদের এই সুপারিশ চূড়ান্তভাবে প্রণয়ন করেন। পরে শ্রী ফণি মজুমদারের সভাপতিত্বে ভূমি প্রশাসন ও ভূমি রাজস্ব মন্ত্রণালয়ের সংসদীয় উপদেষ্টা কমিটির এক বৈঠকে বাড়িভাড়া সুপারিশ কমিটির সুপারিশ গুলাে বিবেচনা এবং এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্যে তা মন্ত্রিসভায় পেশ করা হয়েছে। উল্লেখ্য, গত বছর শেষার্ধে এই বাড়ি ভাড়া বিষয়ক কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান শ্ৰী ফণি মজুমদার। এছাড়া রয়েছেন ১১ জন সদস্য। তারা হলেন জনাব দবীরউদ্দীন আহমদ, সরদার আমজাদ হােসেন, সালাহউদ্দীন ইউসুফ, আবদুল মান্নান (চট্টগ্রাম), এএএম মেজবাহুল হক, গাজী গােলাম মােস্তফা, শামীম মিসির। এরা সবাই সংসদ সদস্য। এছাড়া রয়েছেন ভূমি প্রশাসন ও ভূমি রাজস্ব মন্ত্রণালয়ের সচিব, পূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব এবং আইন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত উপসচিব জনাব আমজাদ হােসেন চৌধুরী। সুপারিশ প্রণয়নে সুবিধার জন্যে বাড়ির ভাড়াটে এবং বাড়ি ওয়ালার কাছে দুটি পৃথক প্রশ্নমালার মাধ্যমে নমুনা জরীপ করা হয়। নমুনা জরীপ ও জনমত যাচাইয়ের জন্যে এই প্রশ্নমালা দেশের সব কটি জেলার ডেপুটি কমিশনার, জেলা জজ, বিভিন্ন মহকুমা অফিসার ও মহকুমা রেন্ট কন্ট্রোলারদের কাছে পাঠানাে হয়। এছাড়া পাঠানাে হয় আওয়ামী লীগ, ন্যাপ (মােজাফফর), বাংলাদেশের ক্যুনিস্ট পার্টি, বাংলাদেশ কৃষক লীগ; বিভিন্ন জেলা ও মহকুমা বার এসােসিয়েশন ও জজকোর্ট বার এসােসিয়েশন এবং হাইকোর্ট বার এসােসিয়েশনের কাছে। গত বছর ১৯শে আগস্ট কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর আরাে বৈঠক হয়েছে।
সূত্র: দৈনিক বাংলা, ১২ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত