You dont have javascript enabled! Please enable it! 1975.01.10 | অন্ধদের জন্য বেওয়ারিশ লাশের চোখ সংগ্রহের ব্যবস্থা হবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

অন্ধদের জন্য বেওয়ারিশ লাশের চোখ সংগ্রহের ব্যবস্থা হবে

বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার বৈঠকে জানুয়ারি-জুন শিপিং মৌসুমের আমদানী ও ১৯৭৫ সালের রফতানী, নীতি অনুমােদন করা হয়।
দু ঘন্টা স্থায়ী মন্ত্রীসভার এই বৈঠকে অন্ধদের কল্যাণের উদ্দেশ্যে বেওয়ারিশ লাশের চোখ সংগ্রহ করার ক্ষমতা সম্বলিত একটি খসড়া বিলও অনুমােদন করা হয়।
বাসসের এই খবরে বলা হয়, মন্ত্রীসভা এই বৈঠকে ১৮৯০ সালের রেলওয়ে আইন সংশােধনের জন্য একটি খসড়া বিল ও অনুমােদন করে।
বিনা টিকেট বা পাসে রেল ভ্রমণ এবং নির্ধারিত মাশুলের থেকে অতিরিক্ত স্থানে রেল ভ্রমণের জন্য যে অতিরিক্ত চার্জ দিতে হয় তা বৃদ্ধির উদ্দেশ্যেই রেল আইন সংশােধনী খসড়া বিল উত্থাপিত হয়।
এছাড়া মন্ত্রিসভা উদ্যান উন্নয়ন বাের্ড পুনর্গঠন পরিকল্পনা অনুমােদন করেছে। মন্ত্রিসভার এই বৈঠকে সব মন্ত্রীই উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক বাংলা, ১০ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত