You dont have javascript enabled! Please enable it!

পথে পথে প্রাণঢালা সম্বর্ধনা

ঢাকা থেকে কুমিল্লা ৫৯ মাইলের এই ব্যবধান অতিক্রম করতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ ঘণ্টা সময় লেগেছে। এর মধ্যে তাঁকে অতিক্রম করতে হয়েছে ৬২ টি সুসজ্জিত তােরণ এবং প্রত্যেক তােরণের কাছে আকুল আগ্রহে অপেক্ষমান জনতার ভিড়। ঢাকা থেকে কুমিল্লা মহাসড়কের দু’পাশে হাজার হাজার জনতা তাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে জানিয়েছে স্বতস্ফূর্ত আন্তরিক সম্বর্ধনা। পল্লী-বধুরা ছুটে এসেছে তাদের প্রিয় নেতাকে এক নজর দেখতে। বঙ্গবন্ধুর মােটর বহরের উপর তারা পুষ্পবৃষ্টি করেছে। আজ অপরাহ্নে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে কুমিল্লা আসার পথে এসব দৃশ্যের অবতারণা হয়। তিনি কুমিল্লা এসেছেন বাংলাদেশ সামরিক একাডেমীর প্রথম সমাপনী কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করতে। আগামীকাল শনিবার সকালে কুমিল্লা সেনানিবাসে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর সাথে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী, বাণিজ্যমন্ত্রী খােন্দকার মুশতাক আহমদ, প্রতিমন্ত্রী জনাব তাহের ঠাকুর, আওয়ামী লীগ সম্পাদক জনাব জিল্লুর রহমান প্রমুখ। কুমিল্লা পৌঁছলে স্থানীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুকে মাল্যভূষিত করেন। বার্তা সংস্থা বাসস জানাচ্ছে: ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত নয়নাভিরাম সবুজের বুক চেরা পথে বঙ্গবন্ধু গ্রাম বাংলার মানুষের হৃদয়ের উষ্ণতা ও উচ্ছাস মেশানাে যে সম্বর্ধনা পেয়েছেন তা দেখে মনে পড়েছে আজ থেকে তিন বছর আগের ১০ই জানুয়ারির কথা যেদিন বঙ্গবন্ধু পাকিস্তানী কারাগার থেকে ফিরে এসেছিলেন মুক্ত স্বদেশে। সেদিনের আনন্দ উদ্বেল জনতার হৃদয় উৎসারিত ভালােবাসার আবার প্রকাশ ঘটেছে তিন বছর পরে ১০ জানুয়ারিতে আজ অপরাহ্নে ঢাকা থেকে কুমিল্লার ৫৯ মাইল পথে।
অপরাহ্নের দিকে বঙ্গবন্ধুর মােটর বহর ঢাকা ছেড়ে যাওয়ার পর পরই কুমিল্লা পর্যন্ত সমগ্র রাস্তায়ই জনতার ঢল নেমে আসে। নারী-পুরুষ ও শিশু নির্বিশেষে অগণিত মানুষ বঙ্গবন্ধুর মােটর বহর যেন সর্বক্ষণ ঘিরে রেখেছে বলে মনে হয়েছে। ঢাকা থেকে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত সমগ্র রাস্তায় পতাকা ও ফেস্টুন দ্বারা এমনভাবে সুসজ্জিত করা হয়েছে, যা সৃষ্টি করেছে এক অনন্য। উৎসবমুখর পরিবেশ। কুমিল্লা যাবার পথে বঙ্গবন্ধুকে এক ডজনের ও বেশি স্থানে তার মােটর গাড়ি থামাতে হয়। গাড়ি থেকে তিনি নেমে আসেন ও সমবেত জনতার সাথে জনতার সাথে হাত মেলান। জনতা স্লোগানে স্লোগানে সমস্ত রাস্তা মুখরিত করে রাখে। দাউদকান্দিতে প্রধানমন্ত্রী রাস্তার পাশে হাজার হাজার লােকের এক সমাবেশে ভাষণ দেন। তাঁকে এক নজর দেখার জন্য জনসাধারণ সেই সাত সকাল থেকে অপেক্ষা করছিল। নদীবন্দর দাউদকান্দিতে বঙ্গবন্ধুকে শীতের পড়ন্ত দুপুরে জানানাে হলাে লাল কার্পেটে প্রাণঢালা অভ্যর্থনা। প্রধানমন্ত্রীর মােটর বহর যখন দাউদকান্দি ত্যাগ করে, গ্রাম বাংলার পল্লীতে তখন গােধূলি লগ্ন। জানুয়ারির সন্ধ্যাকালীন শীতের প্রচন্ডতা উপেক্ষা করে জনতা দাউদকান্দি থেকে কুমিল্লা পর্যন্ত সমগ্র রাস্তায় বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য অপেক্ষা করতে থাকে। স্থানে স্থানে হাত নেড়ে বঙ্গবন্ধু জনতার অভ্যর্থনায় জবাব দেন। সন্ধ্যা পৌনে ৭ টায় বঙ্গবন্ধু কুমিল্লা সেনানিবাস এসে পৌঁছেন।

সূত্র: দৈনিক বাংলা, ১১ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!