ঘােড়াশাল সার কারখানা
জানা গেছে, ঘােড়াশাল সার কারখানার কন্ট্রোল রুম পুননির্মাণ করতে বৈদেশিক মুদ্রায় খরচ হবে ১ কোটি ৫ লাখ টাকা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে জাপানের টয়াে কোম্পানী থেকে কন্ট্রোল রুম মেরামতের সরঞ্জামের প্রথম চালান মাস খানেক আগে এসে পৌছেছে। দ্বিতীয় এবং শেষ চালান এ মাসের মধ্যেই আসছে। এছাড়া কন্ট্রোল রুম ভবন পুননির্মাণের কাজও এ মাসেই শেষ হয়ে যাবে।
পুনঃনির্মাণের কাজের অগ্রগতি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছেন আগামী এপ্রিল এর মধ্যেই ঘােড়াশাল সার কারখানার কন্ট্রোল রুম পূর্বাবস্থায় ফিরে যাবে। এবং মে মাসে উৎপাদন শুরু হবে। বিদ্ধস্ত এ্যামােনিয়া কন্ট্রোল রুমে নতুন যন্ত্রপাতি বসানাের জন্যে কয়েক দিনের মধ্যেই জাপানী বিশেষজ্ঞরা আসছেন।
সূত্র: দৈনিক বাংলা, ১১ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত