সিরাজগঞ্জে বালি পড়ে ১০ হাজার একর জমি নষ্ট হয়ে গেছে
মহকুমার ৬ টি ইউনিয়নের প্রায় ১০ হাজার একর জমিতে বালি পড়ে আবাদের অযােগ্য হয়ে পড়েছে। এতে প্রায় ২০ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। গত বন্যায় যমুনা নদীর তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি প্রায় ৪ জায়গায় ভেঙ্গে যায়। ফলে, নদীর খরস্রোত খােকসাবাড়ি, বহুলী ছােনগাছা, বাগবাটি, নলকা, ভদ্রাঘাট প্রভৃতি ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়। এতে শত শত বিঘা জমির ফসল, গাছপালা, বাড়িঘর ও রাস্তাঘাট ধ্বংস হয়। বন্যার পানি নেমে যাবার পর দেখা যায়, জমির উপর থেকে ৫ ফুট পুরু বালি পড়ে গেছে। এই এলাকার ২০ হাজার কৃষক পরিবার বর্তমান উর্বর জমির অভাবে চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।
উল্লিখিত ইউনিয়নগুলাের চেয়ারম্যানদের অভিমত, সিরাজগঞ্জ শহর সংরক্ষণ বাঁধটি তৈরির জন্যে আনা যে সব বুলডােজার বেকার পড়ে আছে তা দিয়ে বালু সরিয়ে এইসব জমি পুনরুদ্ধার করা সম্ভব।
সূত্র: দৈনিক বাংলা, ৮ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত