শিক্ষক ও বেঞ্চের অভাবে পাবনায় ছাত্র ভর্তি সমস্যা
একমাত্র তৃতীয় ও ষষ্ঠ শ্রেণী ছাড়া পাবনা জেলা স্কুলে এ বছর আর কোন শ্রেণীতে ছাত্র ভর্তি করা হবে না। স্থানীয় জেলা স্কুলে শিক্ষক, বেঞ্চ ও চেয়ার টেবিলের অভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক আজ এই সিদ্ধান্তের কথা জানান। জেলা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যােগাযােগ করা হলে তিনি জানান যে এ বছর পাবনা জেলা স্কুলে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণীতেই মাত্র ৪০ টি আসন দেওয়া যাবে। বাকী কোন শ্রেণীতে ভর্তির জন্য দরখাস্ত পর্যন্ত গ্রহণ করা হবে না। এদিকে জেলা স্কুলে ভর্তির জন্য ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে কয়েক হাজার ছাত্র ভিড় জমিয়েছে। প্রধান শিক্ষক জানান যে, এই জেলা স্কুলের প্রত্যেক ক্লাসে সেকশন খােলার জন্য কয়েক বছর যাবত চেষ্টা করা হচ্ছে। কিন্তু শিক্ষক ও চেয়ার, বেঞ্চের অভাবে তা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান যে গত দশ বছর যাবত এই স্কুলের চেয়ার, বেঞ্চের জন্য কোন মঞ্জুরী দেওয়া হয়নি। এছাড়া স্কুলের ছয় শত ছাত্রের জন্য মাত্র ২৪ জন শিক্ষক রয়েছেন।”
সূত্র: দৈনিক বাংলা, ৮ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত