দশ হাজার বস্তিবাসী পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা
রাজধানী ঢাকা নগরীর বিভিন্ন এলাকার বস্তিবাসীদের মধ্য থেকে ১০ হাজার পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। এদের টঙ্গী থানার দত্তপাড়া ও কেরানীগঞ্জ থানার জিঞ্জিরায় পুনর্বাসিত করা হবে। অপরপক্ষে শহরের বিভিন্ন এলাকা থেকে যেসব হকার বা দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে তাদের দোকানপাট খােলার জন্য হাজারীবাগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে সরকার ইতিমধ্যেই সেখানে দু-একর জমি বরাদ্দ করেছেন। এছাড়া, রমনা ভবনের কাছে বন্দর মার্কেটে সরকার বহুতলা বিশিষ্ট একটি বাজার নির্মাণের পরিকল্পনা নিয়েছেন বলে বিশস্ত সূত্রে জানা গেছে।
এদিকে মঙ্গলবারও রাজধানীর বিভিন্ন এলাকায় বেআইনীভাবে গড়ে তােলা বাড়িঘর ও দোকানপাট উচ্ছেদ অভিযান অব্যাহত থাকে। কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে; মঙ্গলবার বাবুপুরা বস্তি, দোলাই খাল এলাকা ও কাটটাবন বস্তির অননুমােদিত দোকানপাট, বাড়িঘর, ইত্যাদি উচ্ছেদ করা হয়। প্রতিটি ক্ষেত্রেই একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালান হয়। নগর ও পূর্ত মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ও রক্ষাবাহিনীর সহায়তায় এ অভিযান চলছে।
সূত্র: দৈনিক বাংলা, ৮ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত