You dont have javascript enabled! Please enable it! 1975.01.08 | দিল্লীতে নদী কমিশনের দ্বাদশ বৈঠক শেষে যৌথ রিপোের্ট চূড়ান্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

দিল্লীতে নদী কমিশনের দ্বাদশ বৈঠক শেষে যৌথ রিপোের্ট চূড়ান্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে

ভারত- বাংলাদেশ যৌথ নদী কমিশনের দ্বাদশতম বৈঠকে গঙ্গার প্রবাহ বৃদ্ধির সর্বোৎকৃষ্ট পন্থা সম্পর্কে একটি যৌথ রিপোের্ট প্রণয়ন এবং দু’দেশের সরকারের কাছে তা পেশ করার বিষয় নিয়ে পরস্পর মতামত বিনিময় করা হয়। গত ৩১ শে ডিসেম্বর থেকে আজ ৭ই জানুয়ারি পর্যন্ত আট দিন ব্যাপী এই দীর্ঘ বৈঠকে উভয় পক্ষই গভীর আগ্রহ প্রকাশ করেন যে, খুব শীগগীরই এ ধরনের একটি যৌথ রিপাের্ট পেশ করা হােক। যৌথ রিপাের্ট চূড়ান্ত করতে উভয় পক্ষই অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে একমত হয়েছেন।
পরস্পরের সুবিধেজনক সময়ের মধ্যে যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। যৌথ নদী কমিশনের এই দ্বাদশতম বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের উপদেষ্টা জনাব বি এম আব্বাস। বৈঠকে উভয় পক্ষই গঙ্গার প্রবাহ বাড়ানাের জন্য আলােচনায় ঐক্যমত পােষণ করেন।

সূত্র: দৈনিক বাংলা, ৮ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত