You dont have javascript enabled! Please enable it!

হল্যান্ড ১৫ কোটি টাকা দেবে

বাংলাদেশ সফররত হল্যান্ডের উন্নয়ন সহযােগিতা দফতরের মন্ত্রী মি: জে পি প্রংক আজ এখানে বলেন, আগামী অর্থ বছর তার দেশ বাংলাদেশকে ১৫ কোটি টাকার (পাটচ কোটি গিল্ডার) কারিগরি ও অথনৈতিক সাহায্য দেবে।
মি: প্রংক বাসসকে একথা বলেন। তিনি জানান যে, এর মধ্যে ৬ কোটি ৯০ লাখ টাকা হবে মঞ্জুরী। সেচ, পল্লী স্বাস্থ্য উন্নয়ন এবং হল্যান্ডের অর্থ সাহায্যে যেসব প্রকল্পের কাজ চলছে সেই সব প্রকল্পেই প্রধানত এই অর্থ ব্যয় করা হবে। গত বছর বাংলাদেশের দশটি প্রকল্পের জন্য হল্যান্ড ৬ কোটি ৭০ লাখ টাকা সাহায্য দিয়েছিলেন।
মি: প্রংক আজ সকালে বন্দর নগরীতে এসেছেন। কৃষি মন্ত্রীর সাথে বৈঠক-বাসসর অপর এক খবরে বলা হয়, বুধবার ওলন্দাজ মন্ত্রী মি: প্রংক বুধবার ঢাকায় বাংলাদেশের কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদের সাথে কৃষি ক্ষেত্রে দু’দেশের সহযােগিতা সম্প্রসারণের বিষয় আলােচনা করেন। এক ঘণ্টাব্যাপী বৈঠকের পর জনাব সামাদ সাংবাদিকদের জানান, দুপক্ষে ফলপ্রসূ আলােচনা হয়েছে। তিনি বলেন, আলােচনায় কৃষি উন্নয়নের ওপরই বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।…

সূত্র: দৈনিক বাংলা, ৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!