You dont have javascript enabled! Please enable it!

৫ টি ড্রেজার আসছে

চট্টগ্রাম, ৮ জানুয়ারি (বাসস)- জাহাজ ও বেসামরিক বিমান চলাচল দফতর হল্যান্ড থেকে যে পাঁচটি ড্রেজার কিনেছেন তা আগামী জুলাই মাস নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবে বলে বুধবার বিশ্বস্ত সূত্রে জানা গেছে। চার কোটি ৬০ লাখ টাকায় এই পাঁচটি ড্রেজার কেনা হয়েছে। এই সূত্রে বলা হয়, হল্যান্ডের একদল ব্যবস্থাপক ড্রেজারগুলি পরিচালনা করবেন। হল্যান্ডের বিশেষজ্ঞরা ড্রেজার পরিচালনার ব্যাপারে বাঙালী তরুণদের প্রশিক্ষণ দেবেন।

সূত্র: দৈনিক বাংলা, ৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত