You dont have javascript enabled! Please enable it!

সরকারের দেওয়া সময় শুক্রবার শেষ হচ্ছে
রাজধানীতে এক লাখ ভুয়া রেশন কার্ড উদ্ধার: মীরপুরেই ৭৫ হাজার

৪ঠা জানুয়ারি পর্যন্ত দুই মাস সময়ের মধ্যে রাজধানীর রেশান এলাকায় এক লাখ আড়াই হাজার ভুয়া রেশন কার্ড উদ্ধার হয়েছে। বুধবার ঢাকা রেশন নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এক লাখ আড়াই হাজারের মধ্যে ৭৫ হাজারের বেশি ভুয়া রেশন কার্ড পাওয়া গেছে। মীরপুরে এলাকা থেকে। মীরপুরে ১ লাখ ৪০ হাজার রেশন কার্ড ইস্যু ছিলাে। এর মধ্যে ৭৫ হাজার ভুয়া হওয়ায় মীরপুরের মােট রেশন কার্ডের অর্ধেকেই ভুয়া বলে প্রমাণিত হলাে। উল্লেখ্য, পৌরসভাসহ ঢাকা রেশনিং এলাকায় মােট ষােল লাখ লােকের বাস। এ তথ্য গত আদম শুমারীর। কিন্তু ঢাকা শহরে রেশন কার্ডের সংখ্যা ২৪ লাখেরও বেশি। ভুয়া রেশন কার্ড উদ্ধার হবে বলে রেশন কার্ড কর্তৃপক্ষের বিশ্বাস। আগামীকাল শুক্রবার বিকেল ৫ টায় রাজধানীতে ভুয়া ও অতিরিক্ত। রেশন কার্ড জমা দেয়ার সময় উত্তীর্ণ হচ্ছে। এরপর কারাে কাছে ভুয়া রেশন কার্ড পাওয়া গেলে গুরুতর শাস্তি দেওয়া হবে বলে সরকার ঘােষণা করেছেন। সংশ্লিষ্ট সাব-এরিয়া অফিস ও ঢাকা রেশন নিয়ন্ত্রকের কার্যালয়ে বাক্স টাঙানাে হয়েছে। ঐ বাক্সে ভুয়া ও অতিরিক্ত রেশন কার্ড এখনও জমা পড়েছে কম। সিডিআর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সিডিআর দফতর সূত্রে আশাপ্রকাশ করা হচ্ছে শুক্রবার বহু সংখ্যক ভুয়া ও অতিরিক্ত রেশন কার্ড জমা পড়বে।
ইতিমধ্যে সিডিআর কর্তৃপক্ষ পুরানাে ঢাকার ৭টি দোকানে ভুয়া ও অতিরিক্ত রেশন কার্ড উদ্ধার করার জন্য কর্মচারী নিয়ােগ করেছেন। মীরপুরেও অভিযান চলছে। এছাড়া, যেসব স্থানে। বেআইনী ভাবে বাস্তুহারা কলােনী উঠেছিলাে, সেসব স্থানের লােকজন চলে যাওয়ার পর উক্ত এলাকায় রেশন কার্ডগুলাে জমা নিয়ে নেওয়ার জন্যেও সিডিআর বিভিন্ন সাব এরিয়া অফিসকে নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, দুর্নীতি দমন বিভাগ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিডিআর দফতর গত দু’মাস ধরে ভুয়া রেশন কার্ড উদ্ধার করছেন।

সূত্র: দৈনিক বাংলা, ৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!