You dont have javascript enabled! Please enable it!

সুন্দরবনে জেলেদের ১৩৭ টি মেরিন ইঞ্জিন দেওয়া হবে

বাংলাদেশ সমবায় সমিতি তার সদস্য সমিতিগুলােকে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যন্ত্রচালিত নৌকা সরবরাহ করবে। সমিতির পেজ কো-অর্ডিনেটর জনাব মােহাম্মদ ইসহাক সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, সুন্দরবন এলাকার কাছে দুবলা দ্বীপে মৎস্য শিকারে নিয়ােজিত পাঁচটি প্রাথমিক সমিতিকে মাছ ধরার যন্ত্রচালিত সাজসরঞ্জামে সুসজ্জিত করা হয়েছে। পক্ষান্তরে কক্সবাজারের ৪৪ টি প্রাথমিক সমিতিকে তাদের মাছ ধরার নৌকাগুলাে যন্ত্রচালিত করার জন্য মেরিন ইঞ্জিন সরবরাহ করা হবে। তিনি বলেন, দুবলা ফিসারমেন পেজ কো-অপারেটিভ সােসাইটির পাঁচটি ইউনিটকে সাড়ে চার লাখ টাকা করে যন্ত্রচালিত সাজসরঞ্জামে সুসজ্জিত করা হয়েছে। জেলেদের মধ্যে আরও এক’শ সাতটি মেরিন ইঞ্জিন বিতরণ করা হবে। জনাব ইসহাক বলেন, সারা দেশে বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির তিন হাজার প্রাথমিক সমিতি রয়েছে। এই সমিতির একটি ওয়ার্কশপ রয়েছে, যেখানে কানাডীয় হ্যাসার। ফাউন্ডেশন এর সহায়তায় যন্ত্রচালিত নৌকা নির্মিত হচ্ছে। বাংলাদেশে এ ধরনের নৌকা এই প্রথম নির্মিত হচ্ছে। কাঠের নৌকার চেয়ে এগুলাে বেশি টেকসই এবং এগুলাে চালানাের জন্য কোন খরচও করতে হবে না।
ওয়ার্কশপটিতে বর্তমানে বছরে ৬টি করে নৌকা তৈরি হবে, তবে এই উৎপাদন ক্ষমতা বাড়ানাের ব্যবস্থা করা হবে। এই ওয়ার্কশপে নির্মিত তিনটি নৌকা চালু করা হয়েছে এবং আরও তিনটি নির্মিত হচ্ছে। জনাব ইসহাক জানান, জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি বরফে জমানাে সামুদ্রিক মাছও রফতানী করছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সমবায় সমিতি ১৮ লাখ ২১ হাজার টাকার জমাট চিংড়ি রফতানী করেছে। পক্ষান্তরে সমগ্র ১৯৭২-১৯৭৩ সালে মােট ২৮ লাখ ৭৩ হাজার জমাট চিংড়ি রফতানী করা হয়। সমিতি ইতিমধ্যে এগারােটি আইস প্ল্যান্ট ও দুটো ফ্রীজ প্ল্যান্ট স্থাপন করেছে। আইস প্ল্যান্টগুলােতে দৈনিক প্রায় ষাট টন বরফ তৈরি হচ্ছে, পক্ষান্তরে ফ্রীজ প্ল্যান্ট দুটোর উৎপাদন ক্ষমতা হচ্ছে মাত্র এক টন।

সূত্র: দৈনিক বাংলা, ৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!