You dont have javascript enabled! Please enable it! 1975.01.09 | যন্ত্রচালিত প্রথম নৌবহর দিয়ে লাখুয়া মাছ শিকার | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

যন্ত্রচালিত প্রথম নৌবহর দিয়ে লাখুয়া মাছ শিকার

বিপিআই-এর খবরে প্রকাশ, মঙ্গলবারে চট্টগ্রামের মাছের বাজারে চব্বিশ হাজার টাকার ‘লাখুয়া মাছ নিলাম হয়। মাছ ধরার যন্ত্রচালিত প্রথম নৌবহর দিয়ে এসব মাছ গভীর সমুদ্রে ধরা হয়।
জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির চেয়ারম্যান জনাব ইকবাল হােসেন এই উপলক্ষে সাংবাদিকদের বলেন, মাছ ধরার যন্ত্রচালিত প্রথম নৌবহর দিয়ে এই প্রথম মৎস্য শিকার আমাদের সাধারণ সমুদ্র মৎস্য জীবীদের জন্য এক বিরাট সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এতে তারা প্রচলিত মৎস্য শিকার পদ্ধতিকে কম খরচে যন্ত্রচালিত করার মাধ্যমে সমুদ্রে মৎস্য শিকারের পরিমাণ বহুগুণ বৃদ্ধি করতে পারবেন। সমিতির কো-অর্ডিনেটর জনাব মােহাম্মদ ইসহাক বলেন, সমিতি জাপান থেকে আমদানিকৃত এক’শ সাতাশটি মেরিন ইঞ্জিনের সাহায্যে বঙ্গোপসাগরে যান্ত্রিক উপায়ে মৎস্য শিকারের কাজে হাত দিয়েছে। এসব ইঞ্জিন ছ’মাস আগে আমদানী করা হলেও কিছু প্রশাসনিক প্রতিবন্ধকতার দরুন সেগুলাে এ যাবৎ মৎস্য জীবীদের মধ্যে বিতরণ করা যায়নি। এ পর্যন্ত মাত্র সতেরােটি ইঞ্জিন বিতরণ করা হয়েছে।

সূত্র: দৈনিক বাংলা, ৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত