২০ মার্চ ১৯৭১ঃ ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে ব্রোহী
পাকিস্তানের প্রখ্যাত আইনজীবী এ কে ব্রোহী গতকাল প্রেসিডেন্ট এর আমন্ত্রনে ঢাকা পৌঁছেন। আজ তিনি সাংবাদিকদের বলেছেন সামরিক আইন প্রত্যাহার শাসনতন্ত্র প্রনয়নের পূর্বে অন্তর্বর্তী সরকার গঠনে আইনগত কোন সমস্যা নেই। তিনি আজ আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করে একই মতামত লিখিত আকারে শেখ মুজিবকে দিয়েছেন। তিনি বলেন প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ইয়াহিয়া খান সীমাহীন ক্ষমতার অধিকারী। কাজেই সামরিক আইন প্রত্যাহার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠনে প্রয়োজনীয় আইন প্রনয়ন তিনি করতে পারেন। ইয়াহিয়া যদি সামরিক আইন প্রত্যাহারের আগেই জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে ক্ষমতা হস্তান্তর করেন প্রকারন্তরে এর পিছনে জনগনের অনুমোদন থাকবে। তা ছাড়া এই সরকারকে পরে জাতীয় পরিষদ অনুমোদন করিয়ে নিতে পারবেন। আজই তিনি করাচীর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।