You dont have javascript enabled! Please enable it!

বঙ্গোপসাগরে তেল অনুসন্ধানের কাজ শুরু

 

চট্টগ্রাম, ৫ই জানুয়ারি (বিপিআই)। বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মি: তাকাশি ওয়ামাদা আজ তেল আনুসন্ধানকারী জাপানী জাহাজ তাক্বও মরুর ভূ-প্রাকৃতিক জরীপ কাজের উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়েই বঙ্গোপসাগরে তেল অনুসন্ধান কাজের সুচনা হয়েছে।
গত ৫ই অক্টোবর বাংলাদেশ সরকারের সাথে পুরােপুরি জাপানী কোম্পানী বেঙ্গল অয়েল ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড ও জাপান এম্বপ্লোরেশন কোম্পানী লিমিটেডের চুক্তি অনুসরণেই তাক্বও মারুর অনুসন্ধানের কাজ শুরু করেছে।
জাপানী কোম্পানীটি চুক্তি স্বাক্ষরকারী শেষ পক্ষ হলেও বঙ্গোপসাগরের তেল অনুসন্ধানের কাজ তারাই প্রথম শুরু করল। বিভিন্ন দেশের মােট ৭ টি কোম্পানী বাংলাদেশ সরকারের সাথে তেল অনুসন্ধান চুক্তি স্বাক্ষর করেছে। যুগােস্লাভিয়ার কোম্পানীটির অনুসন্ধানের কাজ ১০ জানুয়ারি চট্টগ্রামে শুরু হবে। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জাপানী রাষ্ট্রদূত বলেন, খনিজ সম্পদের ক্ষেত্রে বাংলাদেশ ও জাপান উভয়ের দারিদ্র সমান ছিল। জাপানকে তার তেল ও তেলজাত দ্রব্যের চাহিদার শতকরা ৯০ ভাগ বিদেশ থেকে আমদানী করতে হয়। কিন্তু সুখের বিষয় বাংলাদেশের ক্ষেত্রে অবস্থার পরিবর্তন ঘটতে যাচ্ছে।
তিনি বলেন, বঙ্গোপসাগরের তেল পাওয়ার প্রভূত সম্ভাবনা আছে। তিনি বলেন, বঙ্গোপসাগরের তেল অনুসন্ধান কাজে জাপানের আংশ গ্রহণ দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কারিগরী সহযােগিতার আর একটি দৃষ্টান্ত। এই কাজে অংশ নিতে পেরে জাপান আনন্দিত। বাংলাদেশ তেল সম্পদ আহরন করে আরাে সমৃদ্ধি লাভ করবে। এ বাংলাদেশে জাপানিজ অয়েল কোম্পানীর প্রধান ভল্টর তাতসূমি সিরাইসি তার ভাষণে বলেন, তাদের কোম্পানীকে বরাদ্দ ৫ হাজার বর্গমাইল এলাকার ভূপ্রকৃতিক জরীপ শেষ করে এ বছরের নভেম্বর মাস নাগাদ সমুদ্র তলে কুপ খনন শুরু হবে।
চট্টগ্রাম পাের্ট ট্রাষ্ট প্রধান জনাব গােলাম কিবরিয়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন।

সূত্র: দৈনিক বাংলা, ৬ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!