You dont have javascript enabled! Please enable it! 1975.01.06 | সংসদে জরুরী ক্ষমতা অর্ডিন্যান্স ও বিধিমালা অনুমােদিত হবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

সংসদে জরুরী ক্ষমতা অর্ডিন্যান্স ও বিধিমালা অনুমােদিত হবে

রাষ্ট্রপতি জনাব মুহাম্মদুল্লাহ আগামী ২০শে জানুয়ারি জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের উদ্বোধনী দিনে সংসদে ভাষণ দেবেন। আইন ও সংসদ দফতরের মন্ত্রী শ্রী মনােরঞ্জন ধর আজ তার বাসভবনে এনা র প্রতিনিধিকে বলেছেন, সংসদের এই অধিবেশন এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে পারে। তিনি বলেন, এই অধিবেশনে কতিপয় বিল ও অর্ডিন্যান্স পাস হতে পারে। তিনি বলেন, সংসদে জরুরী অর্ডিন্যান্স পাস হবে এবং জরুরী বিধিসমূহ অনুমােদন করা হবে। আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির ভাষণের উপর সংসদে বিতর্ক অনুষ্ঠিত হবে।”

সূত্র: দৈনিক বাংলা, ৬ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত