বিশ্ব নারী বর্ষ কর্মসূচী উদ্বোধন নারীর সমানাধিকার সুপ্রতিষ্ঠিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ
পররাষ্ট্রমন্ত্রী ড: কামাল হােসেন বলেছেন: সরকার বাংলাদেশে নারীদের সমানাধিকার সুপ্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
রােববার প্রকৌশল বিশ্ববিদ্যালয় ময়দানে ‘১৯৭৫-বিশ্ব নারীবর্ষ’ কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। ঢাকার আন্তর্জাতিক নারীবর্ষ উদযাপন কমিটি এর উদ্যোক্তা।
তিনি বলেন: শতাব্দীকাল থেকে এদেশে নারীরা বঞ্চিত।
আমাদের সামাজিক সমস্যা অনেক। দারিদ্র, অশিক্ষা ও ক্ষুধা বিদ্যমান। এর অবসানের জন্যে প্রয়ােজন সামাজিক বিপ্লবের।
তিনি আশা প্রকাশ করে বলেন যে সামাজিক উন্নতি ও পরিবর্তনে নারী সমাজ নিশ্চয়ই এগিয়ে আসবেন। এগিয়ে আসবেন দেশকে আত্মনির্ভরশীল করতে ও দেশে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে।
তিনি বলেন, সামাজে আমুল পরিবর্তনের জন্যে প্রয়ােজন আদর্শ কর্মী ও নাগরিক। নারীরা এজন্যে অনুপ্রেরণার কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বর্তমান সালে মা না হওয়ার আহ্বান।
কমিটির সমন্বয় সাধিকা মিসেস ফরিদা রহমান এমপি বাংলাদেশের নারীদের প্রতি বর্তমান সালে মা না হওয়ার জন্য আহ্বান জানান।
দরিদ্র ও ক্ষুধার বিরুদ্ধে সংগ্রামে জনসংখ্যা নিয়ন্ত্রণে নারী সমাজের যে গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে তার কথাও তিনি উল্লেখ করেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যে দেশ গঠনে চিরদিন নারী সমাজ অবহেলিত।
সূত্র: দৈনিক বাংলা, ৬ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত