You dont have javascript enabled! Please enable it!

পরীক্ষায় নকল করলে সংক্ষিপ্ত আদালতে বিচার

৯ই জানুয়ারি থেকে ঢাকা বাের্ডের এইচএসসি পরীক্ষা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে পারে সে জন্যে ঢাকা জেলা প্রশাসন সকল ধরনের প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।
সােমবার প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে প্রশাসন পরীক্ষা কেন্দ্রে শান্তি ও পবিত্রতা রক্ষা করতে বদ্ধপরিকর।
এ-জন্যে যে সব ব্যবস্থা নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে – ‘ভ্রাম্যমাণ সংক্ষিপ্ত আদালত। রাজধানীতে কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী’কে ঘটনা স্থলেই বিচার করে দন্ড প্রদান করবেন।
জেলা প্রশাসন আশা প্রকাশ করেছেন যে সুশৃঙ্খলভাবে যাতে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সেজন্যে ছাত্র, অভিভাবক ও শিক্ষকসহ সর্বস্তরের জনসাধারণ সরকারের সাথে সহযােগিতা করবেন।

সূত্র: দৈনিক বাংলা, ৭ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!