এনার জরিপে যা দেখা গেছে
এনার খবর-বিভিন্ন সরকারী অফিস ও রাষ্ট্রায়ত্ত সেক্টরগুলােতে কর্মচারীর উপস্থিতি নিয়মিত নয়। দীর্ঘ এক সপ্তাহব্যাপী বিভিন্ন অফিসে জরিপ চালিয়ে এ অবস্থা দেখা গেছে। এ জরিপ থেকে দেখা যায়, অফিসগুলােতে এ ধরনের কর্মচারীর অনুপস্থিতি একটি নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এর সাথে একটি বিষয় লক্ষণীয় যে এসব অফিসে বহু সংখ্যক কর্মচারীই দেরীতে অফিসে আসেন। অথচ আগে অফিস থেকে বেরিয়ে যান। অধিকন্তু অফিসে গল্প-স্বল্প করেই উল্লেখযােগ্য সময় অতিবাহিত করেন। আর একটি বিষয় হচ্ছে অনেকে মধ্যাহ্ন আহারের বিরতিতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় অতিবাহিত করেন।
অফিস গুলােতে দীর্ঘদিন ধরে ফাইল চালাচালি হয়। এতে লাল ফিতার দৌরাত্মও অধিক। জরিপে দেখা যায়, ফাইল গুলাে চলে ঔপনিবেশিক কায়দায়। এতে স্বাভাবিক কাজও ব্যাহত হচ্ছে। উপসংহারে বলা হয় অফিসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত ও …সম্পাদনের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্মের অবসান ঘটানাের জন্য কার্যকর ব্যবস্থা নেয়া দরকার।
সূত্র: দৈনিক বাংলা, ৭ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত