You dont have javascript enabled! Please enable it! 1975.01.04 | মহিলাদের কর্মশক্তি কাজে লাগাতে হবে: কামাল হােসেন | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

মহিলাদের কর্মশক্তি কাজে লাগাতে হবে: কামাল হােসেন

পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য দেশের মােট জনশক্তির অর্ধাংশ মহিলাদের কর্মশক্তি পুরােপুরি কাজে লাগানাের প্রতি গুরুত্ব আরােপ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিশ্ব নারী বর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির উদ্যোগে বেইলী রােডস্থ আয়ােজিত অর্থনৈতিক পরিস্থিতিতে নারীর ভূমিকা শীর্ষক এক আলােচনা সভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম সুফিয়া কামাল। আলােচনায় অংশ নেন ড. নীলিমা ইব্রাহিম, মিসেস খালেদ সালাহউদ্দিন, বেগম মতিয়া চৌধুরী, সৈয়দা বদরুননাহার প্রমুখ।
পররাষ্ট্রমন্ত্রী তাঁর ভাষণে বিশ্বের উন্নত দেশগুলাের দৃষ্টান্ত উল্লেখ করে বলেন যে ওসব দেশের উন্নতির পিছনে মহিলাদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি বলেন, উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্য সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
উল্লেখযােগ্য যে এর আগে তিনি ১০, সার্কিট হাউস রােডে বিশ্ব নারী বর্ষ উদযাপন প্রস্তুতি কমিটির অফিস উদ্বোধন করেন।

সূত্র: দৈনিক বাংলা, ৪ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত