You dont have javascript enabled! Please enable it! 1975.01.05 | ইউনিসেফ আরাে দেড় লাখ নলকূপ দিচ্ছে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

ইউনিসেফ আরাে দেড় লাখ নলকূপ দিচ্ছে

ইউনিসেফ ১৯৭৫ থেকে ১৯৭৮ সালে বাংলাদেশকে এক লাখ ৫৫ হাজার নয়া নলকূপ প্রদান করবে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমিন তালুকদার শনি বার বাসসকে জানান।
প্রতিমন্ত্রী বলেন, ইউনিসেফ বাংলাদেশ পানি সরবরাহ কর্মসূচীর অধীনে দেশে এক লাখ নল কূপ স্থাপন ও ৬০ হাজার নলকূপ পূন:স্থাপন ছাড়াও উল্লিখিত নলকূপগুলাে সরবরাহ করবে। তিনি বলেন, এ পর্যন্ত ৪৬ হাজার ৩শ নলকুপ স্থাপন এবং ৪৪ হাজার ২শ নলকূপ পূনস্থাপন করা হয়েছে। অবশিষ্ট কাজ আগামী ১৫ই জুনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।
ইতােমধ্যে নলকূপ স্থাপন ও পূনস্থাপন কাজের অগ্রগতি পর্যালােচনার জন্য শনিবার প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমিন তালুকদারের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছরের ১৫ই জুনের মধ্যে যাতে কাজ সমাপ্ত হয় সেজন্য প্রতিমন্ত্রী পূর্ণোদ্যমে কাজ চালিয়ে যাওয়ার জন্য সরকারী কর্মচারীদের নির্দেশ দেন। | বৈঠকে অন্যান্যের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি মি: ভি পি এন নায়ার এবং বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি মি: শওরাস ও মি: আর ফিলিপস যােগদান করেন।

সূত্র: দৈনিক বাংলা, ৫ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত