You dont have javascript enabled! Please enable it!

২১ মার্চ ১৯৭১ঃ দৌলতানার সন্তোষ প্রকাশ

কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ মোহাম্মদ খান দৌলতানা বলেছেন বর্তমান সঙ্কট সমাধানে যারা সাহায্য করতে পারেন তারা সকলেই এক জায়গায় মিলিত হয়েছেন এবং আলাপ আলোচনা চালাচ্ছেন। এতে তিনি সকল নেতৃবৃন্দের প্রতি তার সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন বর্তমান অখণ্ডতা এবং সংহতি বজায় রেখেই সমস্যা সমাধানের তিনি আশাবাদী।  জুলফিকার আলী ভুট্টোও ঢাকা এসেছেন জেনে তিনি সমভাবেই খুশী। ২৫ মার্চ অধিবেশন বসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন আলোচনা চলছে মুজিবের ৪ দফার উপর। তিনি বলেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বলেছেন আলোচনার অগ্রগতি হয়েছে আমরা সেখানে আমরাও স্বাভাবিক ভাবে আশা করতে পারি।