হামলা প্রতিহত: চার জন দূস্কৃতকারী নিহত
আজ সন্ধ্যা প্রায় সাতটার সময় কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার গাংনী থানার ওপর একদল সশস্ত্র দুষ্কৃতিকারী হামলা চালানাের পর পুরিশ ও দুস্কৃতিকারীদের মধ্যে দেড় ঘন্টাব্যাপী গুলি বিনিময়ের সময় ৪ জন দুস্কৃতিকারী নিহত হয়। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে একথা জানা গেছে।
থানা ভারপ্রাপ্ত অফিসার তার সঙ্গে পুলিশবাহিনী নিয়ে সাফ জোনের সাথে এই আক্রমণ প্রতিহত করেন। দুস্কৃতিকারীদের সাথে হাতাহাতি সংঘর্ষের সময় কয়েকজন পুলিশ আহত হন। দুস্কৃতিকারীরা পালিয়ে যাবার সময় তাদের দুজন সহকর্মীর লাশ নিয়ে যায় এবং বাকী দুজনের লাশ রেখে যায়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশসুপার অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়ে অবিলম্বে ঘটনাস্থলে যান। তারা পলায়নের পর দুস্কৃতিকারীদের ধরার চেষ্টা করছিলেন বলে সূত্রে উল্লেখ করা হয়।
সূত্র: দৈনিক বাংলা, ৫ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত