পাঁচ লাখ একর জমি বন্যার কবল থেকে রক্ষা পাবে: সেরনিয়াবাত
বর্তমান আর্থিক বছরে ৭৭ মাইল বাঁধ নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বন্যা নিয়ন্ত্রণ মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত শনিবার একথা বলেন।
গতকাল বাসস পরিবেশিত খবরে বলা হয়, তিনি পানি ও বিদ্যুৎ বাের্ড কর্মচারীদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন।
তিনি বলেন, এ সময়ের মধ্যে পাঁচ লাখ একর জমি বন্যার হাত থেকে রক্ষা করার ব্যবস্থা করা হবে। ২ লাখ ৪৩ হাজার একর জমি থেকে পানি নিস্কাশন ও ২০ হাজার একর জমি পানি সেচের আওতায় আনা হবে। চলতি সালে পানি সম্পদ উন্নয়নের জন্য যে ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৯৭টি প্রকল্প বাস্তবায়নের জন্য এ অর্থ ব্যয় করা হবে। অর্থনীতি স্থিতিশীল করার জন্য যে কোন ব্যয়ে এ লক্ষ্য অর্জন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: দৈনিক বাংলা, ৫ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত