You dont have javascript enabled! Please enable it! 1975.01.05 | বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হবে

পানি ও বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের পদস্থ কর্মচারীদের উদ্দেশ্যে তাকালে জনাব আবদুর রব সেরনিয়াবত বলেন, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বর্তমানে ৬৬০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৭৮১.৫ মেগাওয়াটে উন্নীত করা হবে।
তিনি বলেন প্রাথমিক বিদ্যুৎ সরবরাহ লাইন ৬৫৪ মাইল থেকে বাড়িয়ে ৮৭৪ মাইল করা হবে।
কৃষি এবং শিল্প ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য ৩৩ এবং ১১ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইনও সম্প্রসারিত করা হবে। তিনি বলেন বর্তমানে ১৩৩টি থানায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
চলতি আর্থিক বছরে ২০১টি থানায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে।
দুটো বাের্ডের অধীনে বিভিন্ন কারখানাগুলাের মনােনয়নের জন্য তিনি এ গুলাের সম্প্রসারণের ও চালু করার উপর গুরুত্ব আরােপ করেন, কৃষি ও শিল্প ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটানাের জন্য তিনি কর্মচারীদের প্রতি কঠোর পরিশ্রম করার আহ্বান জানান।

সূত্র: দৈনিক বাংলা, ৫ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত