ভূয়া রেশন কার্ডের চোরাই ব্যবসা: ৪৪ জন গ্রেফতার
দূর্নীতি দমন বিভাগ ভূয়া রেশন কার্ডের চোরাকারবারের সাথে জড়িত রেশনিং বিভাগ ও বিজি প্রেসের কতিপয় কর্মচারীসহ ৪৪ জনের বিরাট একটি দলকে ধরেছে বলে গত কাল বাসস এর খবরে উল্লেখ করা হয়।।
খবরে বলা হয়, দলের সকলকেই পুলিশ গ্রেফতার করেছে। এই দলের লােকজন বি জি প্রেস থেকে প্রায় এক লাখ ভূয়া রেশন কার্ড ছাপায় এবং সেগুলি ভূয়া ব্যাক্তির নামে ইস্যু করে।
এই সব ভূয়া রেশন কার্ডে যে বিপুল পরিমাণ রেশনসামগ্রী তােলা হত তা কালাে বাজারে বিক্রি করা হত এবং বিক্রয়লব্ধ অর্থ দলের লােকজনরা নিজেদের মধ্যে ভাগ করে নিত।
এই রেশন কার্ড কালােবাজারীদের মধ্যে রয়েছে রেশনিংয়ের ৫ জন এ্যাসিস্ট্যান্ট রেশনিং অফিসার, ৬ জন ইন্সপেক্টর ও ১১ জন সাব ইন্সপেক্টর। এই দলে আরও রয়েছে বি জি প্রেসের ১০ জন কর্মচারী, ৮ জন রেশন ডিলার ও ৪ জন সাধারণ লােকজন।
এই দলের লােকদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে চার্জশীট দেওয়া হয়েছে। দলের মধ্যে যারা সরকারী কর্মচারী তাদের সবাইকে চাকরী থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সূত্র: দৈনিক বাংলা, ৫ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত