You dont have javascript enabled! Please enable it!

৩ দিনের মধ্যে বেআইনী দখল ছাড়তে হবে

সরকার বেআইনীভাবে দখল করা সকল সরকারী, আধাসরকারী, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সকল বাড়িঘর, দোকানপাট, জমি-জায়গা ও প্লট তিন দিনের মধ্যে অবশ্যই খালি করে দেবার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে খালি করে না দেওয়া হলে বেআইনী দখলদারদের উচ্ছেদের জন্যে প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল ঢাকায় প্রকাশিত এক সরকারী হ্যান্ডআউটে বলা হয়, সরকারী, সায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংস্থার অধীনস্থ যে সব প্লট, বাড়ি, দোকান ও অন্যান্য খালি জায়গা অথবা পরিত্যাক্ত যে সব প্লট, বাড়ি, দোকান বিভিন্ন লােক বেআইনীভাবে দখল করে রেখেছে গতকাল গণপূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তিন দিনের মধ্যে সেগুলাে খালি করে দেবার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনধিকার দখলদাররা তিন দিনের মধ্যে যদি ওইসব বাড়ি ঘর, দোকান পাট, জমি জায়গা ও প্লট খালি করে না দেয় তাহলে তাদের উচ্ছেদের জন্যে সমুচিত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: দৈনিক বাংলা, ১ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!