জেএমসির দুটি গুদামে অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জ, ১লা জানুয়ারি! আজ সকাল সাড়ে সাতটায় জেএমসি’র গােদনাহল প্রােমসের ৮ এবং ৯ নং পাট গুদামে এক ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। কর্তৃপক্ষের ক্ষতি অগ্নিকান্ডে প্রায় আট লাখ টাকার পাট সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়েছে।
জেএমসি’র জেনারেল ম্যানেজার জানিয়েছেন: দুটি গুদামে ১২৫ টাকা মণ দরে খরিদ করা মােট ১৬ হাজার ১ শত ৪৫ মণ পাট ছিল। উক্ত পাটের শতকরা ৪০ ভাগ পাট আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। তবে ঐ পাটের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে।
অন্যদিকে দমকল বাহিনীর হিসাব মতে মােট পাটের শতকরা ২০ ভাগ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ অনুর্ধ্ব ৪ লাখ টাকা হবে। দমকল বাহিনীর দ্রুত হস্তক্ষেপের ফলেই অবশিষ্ট পাট আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
উক্ত প্রেমিসে কর্মরত প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দুটি গুদামে একই সময় আগুনের লেলিহান শিখা দেখা যায়। প্রেমিসের জৈনক দারােয়ান সর্ব প্রথম গুদামে আগুনের লেলিহান শিখা দেখে চীকার করে ওঠে। তখন উভয় গুদামজুড়েই আগুন ছড়িয়ে পড়েছে।
৮ টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে ঢাকা, নারায়ণগঞ্জ, ডেমরা ও হাজীগঞ্জের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এক ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে দমকল বাহিনীর লােকেরা আগুন আয়ত্বে আনে। বেলা ১২ টা নাগাদ আগুন পুরােপুরি নেভানাে সম্ভব হয়।
সূত্র: দৈনিক বাংলা, ২ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত