You dont have javascript enabled! Please enable it! 1975.01.03 | রফতানীর অসুবিধা দূর করার জন্য কমিটি গঠন | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

রফতানীর অসুবিধা দূর করার জন্য কমিটি গঠন

জাহাজযােগে মাল চালান দেওয়ার ক্ষেত্রে যেসব অসুবিধার দরুন বাংলাদেশের রফতানী বাণিজ্য দ্রুত ব্যহত হচ্ছে তা দূর করার জন্য একটি রফতানী শিপমেন্ট কমিটি গঠন করা হয়েছে।
বিভিন্ন সেক্টর সংস্থা গুরুত্বপূর্ণ শিপিং লাইন ও শিপার্স কাউন্সিলের প্রতিনিধিরা কমিটিতে রয়েছেন। কমিটিতে মাঝে মাঝে বৈঠকে মিলিত হয়ে জাহাজে মাল পাঠানাের সমস্যা নিয়ে পূংখানুপূংখ আলােচনা করবেন ও তা দুরীকরণের ব্যবস্থা সম্পর্কে পরামর্শ দেবেন।
এক সরকারী হ্যান্ডআউটে বলা হয়: জাহাজে মাল বােঝাইয়ের জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করণের উদ্দেশ্যে শিপার্সদের প্রতি প্রয়ােজনীয় জায়গা, মালের পরিমান ও ধরন সম্পর্কে বিস্তারিত তথ্যসহ বিভিন্ন শিপিং এজেন্সীর সাথে সরাসরি যােগাযােগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।
জাহাজে মাল পাঠানাের অসুবিধা হ্রাস করতে যাতে সমন্বিত প্রচেষ্টা নেওয়া যেতে পারে সেজন্য এরুপ তথ্য রফতানী উন্নয়ন ব্যুরাের চট্টগ্রাম ও খুলনা অফিস এবং ঢাকার সদর দফতরে সরবরাহ করা যেতে পারে।

সূত্র: দৈনিক বাংলা, ৩ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত