দুর্নীতির দায়ে শ্রমিক নেতা মান্নান গ্রেফতার
দুর্নীতির অভিযােগে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জনাব আব্দুল মান্নান গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে তার ফরিদাবাদস্থ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ঢাকা কটন মিলের ম্যানেজমেন্ট বাের্ডের চেয়ারম্যান থাকার সময় মিলের তহবিল তসরুফ করার অভিযােগে তাকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন বিভাগ জানান যে এ ব্যাপারে গত ১৯ শে ডিসেম্বর সুত্রাপুর থানায় মামলা দায়ের করা হয়েছিল। জনাব মান্নানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে দুর্নীতি দমন বিভাগ জানান।
উল্লেখযােগ্য যে জনাব মান্নান গত ২৮ শে ডিসেম্বর শ্রমিক সংক্রান্ত একটি বৈঠকে যযাগদানের জন্য বােম্বাই গিয়েছিলেন। তিনি গত ৩১ শে ডিসেম্বর ঢাকা প্রত্যাবর্তন করেন বলে জানা গেছে।
সূত্র: দৈনিক বাংলা, ৩ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত