বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বৃদ্ধি
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ১৯৭৪ সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে ১০১ কোটি ২৭ লাখ টাকায় উন্নীত হয়েছে। এর আগে এই বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ৯৬ কোটি ৪২ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের এক হ্যান্ডআউটে একথা বলা হয়েছে।
বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলােতে এই সময়ে ১ কোটি ১ লাখ টাকা বৃদ্ধি পেয়ে মােট জমাকৃত টাকার পরিমাণ ১৩৮ কোটি ৬৮ লাখে উন্নীত হয়েছে।
একই সময়ে বাংলাদেশ ব্যাংকের ঋণের পরিমাণ ৭ কোটি ৮৭ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ১৫৪ কোটি ৫১ লাখ টাকায় দাঁড়িয়েছে। এবং বাণিজ্যিক ব্যাংকগুলাের বিনিয়ােগের পরিমাণ সামান্য বৃদ্ধি পেয়ে ২১২ কোটি ৩৯ লাখ টাকায় দাঁড়িয়েছে বলে ঐ হ্যান্ডআউটে বলা হয়।
সূত্র: দৈনিক বাংলা, ৩ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত