You dont have javascript enabled! Please enable it! 1971.03.21 | জুলফিকার আলী ভুট্টো ১২ জন সহযোগী সহ করাচী থেকে ঢাকায় - সংগ্রামের নোটবুক

২১ মার্চ ১৯৭১ঃ ভুট্টো সদলবলে ঢাকায়

জুলফিকার আলী ভুট্টো বিকেলে ১২ জন সহযোগী সহ করাচী থেকে ঢাকায় আসেন। ভুট্টোর আগমন উপলক্ষে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে সেনা মোতায়েন করা হয়। আধুনিক অস্র সস্র সজ্জিত সিভিল পোষাকে তার জন্য নিরাপত্তারক্ষী দেয়া হয়। সাংবাদিকদের বিমানবন্দরে প্রবেশে বাধা দেয়া হয়। ভুট্টোকে বিমানবন্দর থেকে হোটেল ইন্টার-কন্টিনেন্টালে নিয়ে আসার সময় রাস্তার দু’পাশের পথচারীরা ভুট্টো বিরোধী স্লোগান দেয়। এ সময়ে তার বহরকে পাহারা দেয় দুটি সেনা জীপ এবং সেনাবাহী দুটি ট্রাক ও পুলিশ বাহী দুটি ট্রাক। হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর সামনেও তুমুল বিক্ষোভ হয়। তবে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে অনেক পশ্চিম পাকিস্তানী উপস্থিত ছিল। ভুট্টোর উপস্থিতিতে হোটেল কর্মচারীরা বাংলাদেশ মানচিত্র ব্যাজ পড়ে কাজ করছেন। হোটেলে পৌঁছে তিনি সহযোগীদের সাথে একটি বৈঠক করেন। ইয়াহিয়ার সাথে দেখা করার আগে পিপিআই সাংবাদিক তার সাথে কথা বলার চেষ্টা করলে তিনি দূর থেকেই বলেন সব কিছু ঠিক হয়ে যাবে।  সন্ধ্যায় ভুট্টো কড়া সেনা প্রহরায় প্রেসিডেন্ট ভবনে যান। সেখানে ভুট্টো দু’ঘন্টারও বেশী সময় ইয়াহিয়ার সাথে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।