You dont have javascript enabled! Please enable it!

তিন জোয়ান প্রাণ দিয়ে শহর রক্ষা করে গেলেন

গত ২১ শে নভেম্বর পাকসেনারা যখন করিমগঞ্জ শহর এলাকা আক্রমণ করে বসে তখন তিনজন ভারতীয় জোয়ান তাদের প্রাণের বিনিময়ে শহরটিকে রক্ষা করে যান। পাক সেনারা শহরকে রক্ষা করে যখন কামানের গােলা ছােড়তে থাকে তখন ডাক বাংলাের সামনে দাঁড়িয়ে মেজর চন্দনলাল, সাব-ইন্সপেক্টর ভকত-সিং গুরু, গার্ডম্যান দিননাথ পাকসেনাদের সমুচিত প্রত্যুত্তর দিয়ে যাচ্ছিলেন। পাক মেশিনগানের গুলি তিন গুলিবিদ্ধ করে দিয়ে যায়। শেষ পর্যন্ত তিনজনকেই প্রাণ হারাতে হয় কিন্তু শেষ পর্যন্ত শহরটি রক্ষা পায়।
হাঁটুতে গুলি লেগে অজস্র ধারায় রক্ত ঝরতে থাকলেও মেজর চমনলালকে ক্ষান্ত করে কার সাধ্য? গুলি করতে করতে এক সময়ে তার প্রাণবায়ু বেরিয়ে যায়। ঐদিন মেজর চমনলালের ছােটভাই এর বিয়ে ছিল। এবং তিনি ঘটনার কিছুক্ষণ পূৰ্ব্বে শুভেচ্ছা জানিয়ে ছােটভাইকে তারবার্তা প্রেরণ করেন।
নারী শক্তিসংঘ ও ইউথকোরের উদ্যোগে ডাকবাংলাের সামনেই এই তিন বীর শহীদের উদ্দেশ্যে একটি শহীদ বেদী তৈরি করা হয়েছে। শত শত করিমগঞ্জবাসী রােজ সেখানে উপস্থিত হয়ে এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যাচ্ছেন।

সূত্র: দৃষ্টিপাত, ১ ডিসেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!