You dont have javascript enabled! Please enable it!

শিলঙে বাংলাদেশ সেমিনার

গত ২৬শে জুন শিলং কলেজে দেশ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেঘালয় বিধানসভার স্পীকার শ্রীরাধনসিং লিংডাে। বাংলাদেশের নেতা আবদুল মােনতাকিম চৌধুরী, ব্যারিষ্টার, এম. এন. এ বক্তৃতা প্রসঙ্গে বলেন যে শরণার্থী যুবক মাত্রই সামরিক শিক্ষা গ্রহণে ইচ্ছুক থাকা সত্ত্বেও সীমাবদ্ধ সুযােগ সুবিধার জন্য তাদের প্রত্যেককে বাংলাদেশের অভ্যন্তরে প্রশিক্ষণ শিবিরগুলিতে পাঠানাে যাচ্ছে না। তবে ক্রমশই তারা এই প্রতিকূলতা কাটিয়ে উঠছেন। শরণার্থীদের সমস্যার প্রতি তিনি মেঘালয়বাসীর সহানুভূতি প্রার্থনা করেন এবং স্মরণ করিয়ে দেন যে বাংলাদেশ স্বাধীন হলে সব শরণার্থী স্বদেশে ফিরে যাবেন। বাংলাদেশের অপর নেতা শীরৌনক চৌধুরী বলেন যে বিভিন্ন রণাঙ্গনে নিজ শক্তি অটুট রেখে হানাদারদের নিপাত করার কৌশল খুব ফলপ্রসূ হচ্ছে।
সভাপতি শ্ৰীরিংডাে বলেন যে, কেবল বাংলাদেশের জনসাধারণের সর্তেই এখন কোন রাজনৈতিক সমাধান সম্ভব—অন্য কারাে নির্দেশে নয়। এই সংগ্রামকে পাকিস্তানী কায়েমী স্বার্থের নিরবিচ্ছিন্ন শােষণের বিরুদ্ধে বিদ্রোহ বলে অভিহিত করে শ্রীলিংডাে বলেন যে, বাংলাদেশের সংগ্রামের এই মূল তাৎপৰ্যকে উপেক্ষা করে কেবলমাত্র বাঙালী জাতীয়তাবাদকে অত্যাধিক গুরুত্ব দিলে ভারতের অন্যত্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: যুগশক্তি, ৯ জুলাই ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!