You dont have javascript enabled! Please enable it!

কাছাড় সফরে মৌলানা আছাদ মদনী

লােকসভা সদস্য ও নিখিল ভারত জমিরেৎ-উল উলামার সাধারণ সম্পাদক মৌলানা আছাদ মদনী গত ১০ তারিখ কাছাড় সফরের উদ্দেশ্যে আসেন। তিনি হাইলাকান্দি সফরান্তে অদ্য পাথারকান্দি ও করিমঞ্জে দুইটি বিরাট সমাবেশে তাহার মূল্যবান ভাষন [ণ] দান করেন। তিনি বলেন দ্বিজাতিতত্বের উপর যখন ভারত দ্বিখণ্ডিত হয় এবং পাকিস্তানের সৃষ্টি হয় তখন জমিয়েত উলামার পক্ষ থেকে ঘােরতর আপত্তি তােলা হয় এই জন্য যে কোন সাম্প্রদায়ীক জিগীরের উপর কোন রাষ্ট্র টিকে থাকতে পারে না। আজ তা প্রমাণিত হয়েছে ভারতের একই সঙ্গে স্বাধীনতা প্রাপ্ত পাকিস্তান এই অল্প ২৩ বৎসর কালও টিকে থাকতে পারে নি। নিজেদের মধ্যে মারামারি হানাহানি শুরু হয়েছে।
লক্ষ লক্ষ অত্যাচারিত নিৰ্যাতীত শরণার্থী বাংলাদেশ থেকে আজ ভারত ভূমিতে আশ্রয় প্রার্থী। এই সম্মানিত অতিথিবৃন্দের সাহায্যার্থে আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে।
করিমগঞ্জ জনসভায় সভাপতিত্ব করেন জেলা কংগ্রেস সভাপতি শ্রীঅরবিন্দ চৌধুরী। তিনি আগামী কাল ফেরার পথে বদরপুরে মৌলানা আবদুল জলিল আয়ােজিত এক জনসভায়ও ভাষণ দেবেন।

সূত্র: দৃষ্টিপাত, ১২ মে ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!