বাদশা খানের শান্তিপূর্ণ মীমাংসা আহ্বান
পাখতুন নেতা খান আবদুল গফফর খান পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিরােধের শান্তিপূর্ণ মীমাংসায় মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু জঙ্গী শাসক গােষ্ঠীর কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। দীর্ঘদিন বিবৃতি না দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন প্রেম, মৈত্রী ও শান্তিপূর্ণ পন্থায় বিষয়টীর মীমাংসার জন্য তিনি পাক সরকারের সংগে যােগাযােগ করে আসছিলেন।
বিবৃতিতে তিনি বলেছেন, বাঙালীরা সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যাগরিষ্ঠরা কখনই দেশকে ভাঙতে চায় না। সুতরাং মুজিব সাহেব পাকিস্তানকে ধ্বংস করতে চাইছেন না। পাকিস্তান যদি ধ্বংস হয় তা হলে তা হবে ভুট্টো ও কাইয়ুমের ভুল নীতির জন্য।
সূত্র: দৃষ্টিপাত, ২৬ মে ১৯৭১